Saturday, 4 November 2017

What to do after making tea ...?


# What to do after making tea ...? Undoubtedly dropped tea leaves. After making tea from today, instead of leaving the tea bag or tea leaves, keep it dry with dry water. Why? Because this phela tea leaf and bag bags save your money every day. Find out why it can be used without leaving the tea leaves and using all the great things and saving time. Take a look at the small video.

1) Has the insect bites or burned somewhere? Put a used bag with cold water and keep it in the affected area. All the pain will end. It is also a great way to eliminate eye tone. You can also use a thin cloth to form tea leaves.
2) Wash and wash the tea leaves used. Then put it in your shoes or in a cupboard. The smell of sweat will never be a shoe. You can also keep the bag.
### Next waiting.......
#চা তৈরির পর কী করেন... ???

নিঃসন্দেহে চা-পাতা ফেলে দেন। আজ থেকে চা তৈরির পর টি ব্যাগ বা চা-পাতা গুলো ফেলে না দিয়ে বরং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন। কেন? কারণ এই ফেলনা চা-পাতা ও টি ব্যাগগুলোই আপনার অর্থ সাশ্রয় করবে প্রতিদিন। জেনে নিন কেন ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ব্যবহার করা যায় দারুণ সব কাজে আর বাঁচানো যায় সময়-অর্থ সবই! সাথে দেখে নিতে পারেন ছোট্ট ভিডিওটিও।

১) পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সব যন্ত্রণা নিমিষেই শেষ হয়ে যাবে। চোখের ফোলা ভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয়। পাতলা কাপড়ে চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন।

২) ব্যবহৃত চা-পাতা ধুয়ে শুকিয়ে রাখুন। তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন। ঘামের বাজে গন্ধ আর কখনোই জুতোতে হবে না। টি ব্যাগও রাখতে পারেন।
### পরের টিপস এর জন্য অপেক্ষা করুন

No comments:

Post a Comment